অনেক বাঙ্গালী বিজ্ঞানী আছেন যাঁরা তাঁদের মেধা , নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন শাখায় অনেক উঁচু আসনে নিজেদের স্থান করে নিয়েছেন। আমরা অনেকেই বাংলার এই কৃতি সন্তানদের সম্পর্কে জানিনা । তবে স্ব-স্ব ক্ষেত্রে তাঁরা তাঁদের নিজ মহিমায় উজ্জ্বল। রাগিব হাসানের তথ্যবহুল স্ট্যাটাস আপডেট থেকে আইডিয়া নিয়ে আর উইকিপিডিয়া থেকে আরো তথ্য যাচাই-বাছাই করে এমনই কয়েক জন বিজ্ঞানীর একটি প্রাণবন্ত পোস্টার তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র মইনুল ইসলাম চৌধুরী। পোস্টারটি মাইক্রোবায়লজি অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ম্যাব) প্রকাশিত স্যুভেনিয়ারে স্হান পেয়েছে। এই পোস্টারটি খুবই স্বল্প সময়ে তৈরি। কপিরাইট বিহীন এই পোস্টারটি তাই যে কেউ চাইলেই পরিবর্তন-পরিবর্ধন-সংযোজন করে শেয়ার করতে পারবেন।
আরো ভালভাবে পোস্টারটি দেখতে ও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন-আমাদের গর্ব
সত্যিই অনেক তথ্যবহুল এই পোস্টার। বিজ্ঞানের সাবজেক্টে পড়াশোনার আকালে এই দেশে এমন পোস্টার আরও দরকার।
পোস্টারের লেখা এখানে পড়া যাচ্ছেনা, খুবই ছোট টেক্স্ট। আলাদাভাবে লিখে দিলে ভাল হত। অার পোস্টার কোথা থেকে পাওয়া যায় সেটা বলে দিলে।
পোস্টারটি কোথা থেকে ডাউনলোড করা যাবে তার লিংক যুক্ত করা হয়েছে।
আশা করি এবার আর সমস্যা হবেনা ।