জীব-জন্তু

  • কমোডো ড্রাগন: উপকথার ড্রাগনদের পৃথিবীতে বিচরণ!

    ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব দিকের এক নির্জন দ্বীপ। জনমানবহীন, রুক্ষ, ঊষর। বিগত শতকের শুরুর দিকের ঘটনা। আগ্নেয়গিরির তরল লাভা বিষাক্ত করে তুলেছে আশেপাশের পাহাড়গুলোকে। স্থানীয় বাসিন্দারা ভুল করেও সে দিকে পা মাড়ান না। লাভার ভয়ে নয়, বরং কুৎসিত দর্শন এক জন্তুর ভয়! দ্বীপটিতে তাদের সংঘবদ্ধ বসবাস। তাদের দুয়েকটির সামনে পড়লেও রক্ষে নেই! আজ আকাশ পরিষ্কার। বর্ষার এই…