বাংলা ভাষায় বিজ্ঞান-আন্দোলনে অবদান রাখুন

বিজ্ঞান ব্লগ বাংলাতে সবচেয়ে পুরনো গ্রুপ ব্লগ গুলোর মধ্যে একটি। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে লেখকরা এখানে লিখে থাকেন। আমাদের যাত্রা ২০১০ সাল থেকে। এখন পর্যন্ত একশতাধিক লেখক ৮৫০+ লেখা লিখেছেন। শুধু ২০২৩ সালেই এ পর্যন্ত মোট ১০০+ লেখা এসেছে যাদের গড় শব্দসংখ্যা ১১৬৫।

সারা পৃথিবীতেই ছড়িয়ে আছেন আমাদের পাঠক

ধীরে ধীরে বিজ্ঞান ব্লগে লেখা বাড়ার সাথে সাথে পাঠকও বেড়েছে। ফলে নিয়মিত ওয়েবসাইট মেইন্টেনেন্স, থিম কাস্টোমাইজেশন, হোস্টিং প্ল্যান আপগ্রেড ইত্যাদির প্রয়োজন দেখা দিয়েছে।

বিজ্ঞান ব্লগ এখন পর্যন্ত লেখক-সম্পাদকদের নিজেদের চাঁদা দিয়ে তৈরি ফান্ডের মাধ্যমে প্রয়োজনীয় খরচ চালানো হয়েছে। কিন্তু ওয়েবসাইটের কলেবর ও কর্মযজ্ঞ বাড়ার সাথে সাথে আমাদের আরো বড় ফান্ডের প্রয়োজন।

প্রতি বছরই বাড়ছে বিজ্ঞান ব্লগের পাঠক সংখ্যা

বিগত কয়েক বছরে লেখক-সম্পাদকদের নিজস্ব ফান্ডের মাধ্যমে যেসব কাজ করা হয়েছে:

  • নিয়মিত সাইটের ডোমেইন ও হোস্টিং রক্ষণাবেক্ষণ।
  • নতুন থিম কেনা।
  • এন্ড্রয়েড অ্যাপ তৈরি ও প্লেস্টোরে রিলিজ দেয়া।
  • বিজ্ঞান লেখালেখি প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান।
  • প্রতি মাসে তিনজন সর্বাধিক-পঠিত লেখককে বিজ্ঞানের বই উপহার দেয়া।
  • নির্বাহী সম্পাদককে নিয়মিত সম্মানি প্রদান।
  • বিজ্ঞান-ব্লগের লেখকদের লেখা সংকলন বিজ্ঞান অভিসন্ধানী প্রকাশ।
  • ইউটিউব চ্যানেলের জন্য প্রাথমিক কিছু ভিডিও বানানো হয়েছে।

এছাড়া, বিজ্ঞান ব্লগ সামনে যা যা করতে চায়:

  • অভিজ্ঞ লেখকদের নিয়ে একটি লেখকদল তৈরি করা। নিয়মিত সম্মানী বিনিময়ে তারা বিজ্ঞানের নির্দিষ্ট বিষয়ভিত্তিক লেখালেখি করবেন।
  • বিজ্ঞানের ভিন্ন বিষয়ের উপরে ই-বই তৈরি।
  • বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপরে ইউটিউবে নিয়মিত ভিডিও তৈরি।
  • সামাজিক মাধ্যমে (ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম) ইনফোগ্রাফিক প্রকাশ।

এই কার্যক্রমগুলো নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য আমাদের নিয়মিত ফান্ড প্রয়োজন। তাই দেশে ও বিদেশে থাকা সকল লেখক, পাঠক, ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আমাদের উদাত্ত আহ্বান রইলো আমাদের অনুদান দেয়ার মাধ্যমে সহযোগিতা করতে।

অনুদান দিতে পারেন বিকাশে অথবা পে-পালের মাধ্যমে। জেলের (Zelle) মাধ্যমে অনুদান দিতে চাইলে ই-মেইল করুন: admin@bigganblog.org

দশ বা একশ টাকা, পাঁচ/দশ ডলার অনুদানও আমাদের অনেক সাহায্য করবে ❤

বিকাশ
এহতেশামুল কবীর
880 1671-058334 (ব্যক্তিগত)

Pay-Pal
ডোনেশন লিঙ্ক


যারা নিয়মিত অনুদান দিচ্ছেন:

  • আশফাক হোসেইন
  • খাইরুল সিদ্দিকী
  • আবু নাসির হায়দার
  • মোহাম্মদ হারুনুর রশীদ
  • রাম প্রসাদ চক্রবর্তী
  • নাম প্রকাশে অনিচ্ছুক ক
  • রুহশান আহমেদ
  • মো. মাকসুদুর শিহাব
  • ফিরোজ আহমেদ
  • নাম প্রকাশে অনিচ্ছুক খ

যারা এককালীন অনুদান দিয়েছেন:

  • হৈমন্তী মজুমদার
  • রুবাইয়াৎ বিনতে হাসান
  • আরিফ ইশতিয়াক
  • বদরুজ্জামান খোকন
  • অনির্বাণ
  • মাকসুদুর রহমান
  • খান ওসমান