আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

  • ডিপফেক: একটি কপট প্রযুক্তির আদ্যোপান্ত

    নভেম্বরের শেষ সপ্তাহ। চারিদিকে কনকনে ঠাণ্ডা। অদূরে জানালার ওপাশে বইছে হিমশীতল বাতাস। খুলনার কলাপোতার ছোট্ট এক গ্রামে সাত-সকালে কম্বল মুড়ি দিয়েই ফেসবুকে ঢুঁ মারলেন নবনী (ছদ্মনাম)। নীল-সাদার বর্ণীল জগৎটায় প্রবেশ করতেই গা শিউরে ওঠে তাঁর। যা দেখছে তা কী আসলেই সত্যি? নাকি বেঘোর ঘুমে দুঃস্বপ্ন দেখছে সে? এক ঝটকায় শোয়া থেকে উঠে বসে নবনী। শরীরে চিমটি কাটে আলতো…