বেলুন রকেট

প্রজেক্ট বানাতে কার না ভালো লাগে? আর সেই সব প্রজেক্ট যদি বানানো যায় হাতের কাছে থাকা জিনিষগুলো দিয়ে তাহলে তো কথাই নেই। তেমনি হাতের কাছে থাকা জিনিষ দিয়ে তৈরি করবো আমাদের আজকের প্রজেক্ট।

যা যা লাগবে:

  • বেলুন
    যা যা লাগবে
  • সুতা
  • ৬ সেমি. পাইপ
  • স্কসটেপ
  • কাঁচি

 

প্রজেক্টের বিবরন:

ধাপ: ১

 

১. প্রথমে বেলুনটি ফুলাতে হবে এবং হাত দিয়ে ধরে এর মুখ বন্ধ করতে হবে।

 

 

 

. এবার একটি লম্বা সুতায় পাইপটি ঢুকাতে হবে এবং সুতার শুরুর দিকটি আটকে দিতে হবে।

ধাপ: ২

তারপর তোমার বন্ধুকে বলো সুতার শেষ প্রান্তটি ধরে রাখতে।

 

 

 

ধাপ: ৩

 

৩. স্কসটেপ দিয়ে বেলুনটি পাইপের সাথে লাগিয়ে দাও। তারপর বেলুনটি ছেড়ে দাও। যখন বেলুনটি ছুঁটতে শুরু করবে তখন বেলুনটিকে রকেট মনে হবে।

 

 

বেলুন রকেট

তৈরি হয়ে গেল তোমার মজার বেলুন রকেট।

এই প্রজেক্ট নিয়ে ভিডিও দেখা যাবে এইখানে: Toys form Trash

সংগ্রহ: Toys form Trash

ইংরেজিতে কন্টেন্ট রাইটার হয়ে গড়ে তুলতে পারেন নিজের ফ্রিল্যান্স-ক্যারিয়ার।

কীভাবে? দেখুন ফ্রি-মাস্টারক্লাস ভিডিও