সমত্বরণে চলমান বস্তুর t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মাত্রা সমীকরণের রহস্য

লিখেছেন

লেখাটি বিভাগে প্রকাশিত

এটা কোনো পাঠ্যবই নয়। তাই মাত্রা সমীকরণ কাকে বলে, এর তাৎপর্য কী এসব আলোচনা না করে মূল জায়গায় আসি।

সম ত্বরণে চলমান বস্তুর $t$ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছেঃ $S_{\rm th} = U + \frac{1}{2}a(2t – 1)$

এখানে $S_{\rm th}$ দ্বারা $t$তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব (সরণ), $U$ দ্বারা আদিবেগ, $a$ দ্বারা সমত্বরণ আর $t$ দ্বারা অতিক্রান্ত সময় বোঝাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

PPT – Chapter 3. Section 3.1: Reduction to the Equivalent 1-Body Problem.  Section 3.2: Equations of Motion PowerPoint presentation | free to download  - id: 27693c-ZDc1Z

গতি বিদ্যায় বহুল প্রচলিত এই সূত্রের মাত্রা সমীকরণ মেলানোর চেষ্টা করেছেন কখনো? না করে থাকলে এখুনি করুন। আপনি যদি ঠিকঠাক ভাবে (আপাত দৃষ্টিতে ঠিকঠাক) করে থাকেন তাহলে আপনার বাম পক্ষে আসা উচিৎ $[L]$ আর ডান পক্ষ $[LT^ {-1}]$। কি মাত্রা সমীকরণ মিলছে না তো !! আবার, আমরা এটাও জানি যে মাত্রা সমীকরণ না মিললে সেই সমীকরণটি বৈধ নয়। তাহলে এতদিন ধরে যে আমরা এই সূত্র ব্যবহার করে এসেছি তা কি ভুল। নিশ্চয় তা ভুল হতে পারে না । তাহলে এর রহস্য কোথায়?

এর রহস্য ভেদ করতে হলে আপনাকে মাসুদ রানা, কাকাবাবু কিংবা কিশোর পাশার মত তুখোর গোয়েন্দা না হলেও চলবে। গোয়েন্দারা একটা জিনিস পরামর্শ দিয়ে থাকেনঃ তা হলো কোনো কিছু হারিয়ে গেলে সেটা সেখানেই খোঁজ করা উচিৎ যেখান থেকে সেটি হারিয়ে গেছে। চলুন তাহলে আমরা এই সূত্রের প্রতিপাদন নিয়ে একটু মাথা ঘামায়।

আমরা যদি সমত্বরণে চলা কোনো বস্তুর চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চায় তাহলে প্রথম চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর প্রথম তিন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে তা বাদ দিলেই চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। খেয়াল করে দেখুন. চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এক কথা নয়।

কথাটা এইভাবেও বলা যায়ঃ প্রথমে $t$ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তারপর $(t – 1)$ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে তা থেকে ($t$ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে) বিয়োগ দিলে $t$ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাব।
$t$ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমরা নিচের সূত্রটির সাহায্য নিতে পারিঃ
$$S_t = Ut + \frac{1}{2}at^2$$

এখন $(t – 1 \text{sec})$ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হলে $t$ এর জায়গায় $(t – 1\text{sec})$ বসিয়ে দিলেই হলঃ
$$S_{t-1} = U(t – 1\text{sec}) + \frac{1}{2}a(t – 1\text{sec})^2$$

এবার নিচের ছকটি খেয়াল করুনঃ

$S_{t} = Ut + \frac{1}{2}at^2$
$S_{t – 1} = U(t – 1 \text{sec}) + \frac{1}{2}a(t – 1 \text{sec})^2$
$S_t – S_{t-1} = Ut – U(t – 1 \text{sec}) + \frac{1}{2}at^2 – \frac{1}{2}a(t – 1 \text{sec})^2$
$S_{\rm th} = U(t – t + 1 \text{sec}) + \frac{1}{2}a \left\{ t^2 – (t – 1 \text{sec})^2 \right\} $
$S_{\rm th} = U \cdot 1 \text{sec} + \frac{1}{2}a ( t + t – 1 \text{sec}) ( t – t + 1 \text{sec}) $
$S_{\rm th} = U \cdot 1 \text{sec} + \frac{1}{2}a(2t – 1 \text{sec}) \cdot 1 \text{sec} $
$[L] = [LT^{-1}][T] + [LT^{-2}][T][T]$
$[L] = [L] + [LT^{-2}][T^2]$
$[L] = [L] + [L]$
১০$[L] = [L]$

আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন না তাদের জন্য বিষয়টা একটু খোলাসা করা যাক।

১ ও ২ নং লাইনে কী করা হয়েছে তার ফিরিস্তি আগেই দেওয়া হয়েছে। ৩ নং লাইনে ১ নং লাইন থেকে ২ নং লাইন বিয়োগ দেওয়া হয়েছে। ৪ নং লাইনের বাম পক্ষে $S_t – S_{t-1}$ এর বদলে $S_{\rm th}$ লেখা হয়েছে। আর ডান পক্ষের প্রথম অংশে $U$ কমন নেওয়া হয়েছে আর দ্বিতীয় অংশে $\frac{1}{2}a$ কমন নেওয়া হয়েছে। ৫ নং লাইনে ডান পক্ষের প্রথম অংশে $(t – t)$ চলে গেল শুধু $1\text{sec}$ থাকল। আর দ্বিতীয় অংশে $a^2 – b^2 = (a+b) (a-b)$ এর সূত্র প্রয়োগ করা হয়েছে। ৬ নং লাইনের ডান পক্ষের দ্বিতীয় অংশে $t + t$ মিলে $2t$ হয়েছে আর $t – t$ চলে গিয়ে শুধু $1\text{sec}$ আছে। ৭ নং লাইনের বাম পক্ষে সরণ $S_{\rm th}$ এর মাত্রা $[L]$ বসানো হয়েছে। ডান পক্ষের প্রথম অংশে আদিবেগ $U$ এর মাত্রা $[LT^ {-1}]$ আর $1$sec দ্বারা সময় বোঝাচ্ছে তাই মাত্রা $[T]$ বসেছে। দ্বিতীয় অংশে ত্বরণ $a$ এর মাত্রা $[LT^{-2}]$ এবং $(2t – 1)$ সেকেন্ড পুরোটায় একটা সময় বোঝাচ্ছে বলে মাত্রা $[T]$ বসেছে। $1$sec এর জন্য আরেকটা $[T]$ বসেছে। ৮ নং লাইনে ডান পক্ষের প্রথম অংশে $[T]$ আর $[T^{-1}]$ ঘচাং ফু হয়ে শুধু $[L]$ থাকে । দ্বিতীয় অংশে $[T]$ আর $[T]$ মিলে $[T^2]$ হয়েছে। ৯ নং লাইনের ডান পক্ষের দ্বিতীয় অংশে $[T^2]$ আর $[T^ {-2}]$ চলে গিয়ে $[L]$ থাকে। ১০ নং লাইনের বাম ও ডান পক্ষ খেয়াল করে দেখুন তো সমান হয়েছে কি না !!

কি রহস্য উদঘাটন হলো তো! একটা বিষয় খেয়াল করুন। এই সূত্রের প্রতিপাদন প্রায় সবারই জানা। আমি শুধু $(t -1)$ এর বদলে $(t – 1 \text{sec})$ লিখেছি। $(t -1)$ এর জায়গায়$(t – 1 \text{sec})$ লেখার ফলে তা কীভাবে আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে মাত্রা সমীকরণের রহস্য জট খুলতে সাহায্য করল!
আশা করছি, কোনো কিছু বুঝতে কারো অসুবিধা নেই। তারপরও সম্পুর্ণ লেখাটি ভাজা মাছের মত গলাধঃকরণ করতে গিয়ে গলার কোথাও যদি কাঁটা আঁটকে যায়, তবে আমাকে ইমেইল (ashifmarshal@gmail.com) করতে পারেন। সেখানে আপনার গলার কাঁটা দূর করার চেষ্টা করা হবে।


লেখাটি 16,739-বার পড়া হয়েছে।


নিজের ওয়েবসাইট তৈরি করতে চান? হোস্টিং ও ডোমেইন কেনার জন্য Hostinger ব্যবহার করুন ২০% ছাড়ে।

আলোচনা

Responses

  1. বিজ্ঞান ব্লগে স্বাগতম।
    গাণিতিক অংশগুলো LaTeX এ লিখলে ভালো হয়।
    LaTeX লেখা খুব সহজ এবং চমৎকার। কিছুটা HTML ট্যাগের মত।
    আপনাকে গাণিতিক অংশের সামনে $ ও পেছনে $ ট্যাগ দিতে হবে। যেমন: E=mc^2 কে প্রকাশ করতে $E=mc^2$ লিখতে হবে। তাছাড়া বিভিন্ন গাণিতিক প্রতীক, চিহ্ন, ভগ্নাংশ, অপারেটর ইত্যাদি প্রকাশের জন্য LaTeX এ সহজ নির্দিষ্ট কিছু কোড আছে। ইন্টারনেটে ঘাটলে সহজেই পাবেন।
    একটা উদাহরণ দেইঃ আপনি লিখেছেন, St = Ut + 1/2at2। এটাকে LaTeX এ লিখতে হবে এভাবে $s_t = ut + (1/2)at^2$। আরো সুন্দরভাবে প্রকাশ করতে হলে লিখতে হবে $s_t = ut + \frac{1}{2}at^2$
    হ্যাপি ব্লগিং।

    1. MARSHAL_ASHIF_SHAWKAT Avatar
      MARSHAL_ASHIF_SHAWKAT

      ধন্যবাদ। এই ধরণের comment আমাদেরকে উৎসাহ দেয়।
      পরবর্তীতে latex ব্যবহার করার চেষ্টা করব।

    2. ফুয়াদ, আপনার এই বর্ণনাটা সাহায্য অংশে দিয়ে দিচ্ছি, পরবর্তিতে অন্যদের সাহায্য হবে। 🙂

  2. মাত্রা সমীকরণ পদার্থবিজ্ঞানের সৌন্দর্য প্রকাশ করে। সমীকরণ লেখার জন্য ল্যাটেক্স ব্যবহার করার ভালো, ফুয়াদ যেমন বললেন। বিজ্ঞান ব্লগে স্বাগতম!

  3. Azmain Mahtab Avatar
    Azmain Mahtab

    লেখাগুলো অনেক ভালো লেগেছে

  4. একটি বস্তুকে উপর থেকে ফেলে দিয়ে যদি নিচে আসে পৌঁছাতে 70 বছর সময় লাগে, সেই বস্তুটি কত দুরত্ব অতিক্রম করবে ???

Leave a Reply

ই-মেইল নিউজলেটার

নতুন লেখার খবরাখবর ছাড়াও বিজ্ঞানের বিভিন্ন খবর সম্পর্কে আপডেট পেতে চান?

আমরা প্রতি মাসে দুইটি ইমেইল নিউজলেটার পাঠাবো। পাক্ষিক ভিত্তিতে পাঠানো এই নিউজলেটারে নতুন লেখার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর থাকবে।







Loading