ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অণুজীববিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে জেনেটিক্স, জিনোমিক্স ও বায়োইনফরমেটিক্স বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছি।বর্তমানে ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পোস্ট-ডক্টোরাল গবেষক হিসেবে কার্যরত আছি।আমার প্রকাশিত বই “জেনেটিক্স: বংশগতিবিদ্যার সহজপাঠ” (UPL/প্রকৃতি পরিচয়, ২০২২), “মস্তিষ্ক, ঘুম ও স্বপ্ন” (প্রকৃতি পরিচয়, ২০১৫) ও “প্রাণের বিজ্ঞান” (প্রকৃতি পরিচয়, ২০১৭)।
নিজের ওয়েবসাইট তৈরি করতে চান? হোস্টিং ও ডোমেইন কেনার জন্য
Hostinger
ব্যবহার করুন ২০% ছাড়ে।
Leave a Reply