বাংলাতে বিজ্ঞান বিষয়ক প্রথম গ্রুপ-ব্লগ হলো বিজ্ঞান ব্লগ। আমাদের যাত্রা শুরু ২০১০ সালের নভেম্বর মাসে। প্রথমে আমরা ছিলাম চারজন — ইমতিয়াজ আহমেদ, এহতেশামুল কবীর লোটন, আরাফাত রহমান ও তারিফ রশিদ শান্ত। শুরুতে বিজ্ঞান ব্লগের ঠিকানা wordpress.com এর সাবডোমেইনে থাকলেও দ্রুত আমরা bigganblog.com ডোমেইনে চলে আসি। ২০১৬ সালে পুনরায় bigganblog.org ডোমেইনে স্থানান্তরিত হই।
পেছনের কুশীলব
এখন পর্যন্ত ২০ জন লেখক নিয়মিত বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন। এছাড়াও অবদানকারী হিসেবে আছেন আরো ২৭০ জন। ছোট ব্লগের গন্ডী পেড়িয়ে আমাদের অনেক লেখকই বিজ্ঞান নিয়ে গুরুত্ব সহকারে বিভিন্ন প্রবন্ধ লিখছেন। অনেকেই বিজ্ঞান নিয়ে বইও প্রকাশ করেছেন, নিয়মিত বিজ্ঞান পত্রিকায় লিখছেন।
উদ্দেশ্য
বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো গল্পের ছলে বলতে পারলে সাধারণ মানুষ বিজ্ঞানে উৎসাহী হবে। আমাদের মূল উদ্দেশ্য মানুষকে বিজ্ঞানমনষ্ক করা। দুর্বোধ্য ভাষায় তত্ত্বকথা না কপচিয়েও বিজ্ঞানকে সহজ করে বোঝানো যায়। এই পথে হেঁটেছিলেন আব্দুল্লাহ আল-মুতী ও দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতো বাঘা বাঘা লেখকেরা।
আমাদের আরেকটি উদ্দেশ্য হলো নবীন বিজ্ঞান লেখকদের মাঝে নিজেদের বিভিন্ন লেখার উপর ইতিবাচক ও গঠনমূলক মতামত লেনদেন করা। উদ্দেশ্য পরস্পরের কাছ থেকে শেখা।
কৃতজ্ঞতা
বিজ্ঞান ব্লগের লেখক-পাঠকরাই আমাদের প্রাণ। তাঁদের স্বেচ্ছাশ্রম, সক্রিয় অংশগ্রহণেই বিজ্ঞান ব্লগ বড় হচ্ছে ও আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারছি। এছাড়া অনেকেই বিভিন্ন সময় বিজ্ঞান ব্লগকে সহযোগীতা ও পৃষ্ঠপোষকতা করেছেন। বিশেষ করে সাদিকুজ্জামান রাহিন ও মোস্তাক আহমেদ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই গ্রুপ ব্লগের পেছনে।
সম্পাদনা পর্ষদ
প্রতিষ্ঠাতা ও প্রশাসক:
- ড. ইমতিয়াজ আহমেদ, পোস্টডক্টরাল ফেলো, কিয়ংপুন ন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ কোরিয়া
- এহতেশামুল কবীর লোটন, ওয়েব ডেভলপার ও উদ্যোক্তা
- ড. আরাফাত রহমান, পোস্টডক্টরাল গবেষক, ওরেগন স্টেট ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেটস
সম্পাদক
- ড. আরাফাত রহমান, পোস্টডক্টরাল গবেষক, ওরেগন স্টেট ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেটস
উপদেষ্টা সম্পাদক
- ড. খান তানজিদ ওসমান, পোস্টডক গবেষক, এমআইটি, যুক্তরাষ্ট্র
- রুহশান আহমেদ, ছাত্র, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- সিরাজাম মুনীর শ্রাবণ, ছাত্র, পদার্থবিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়
কার্যনির্বাহী সম্পাদক
- সুজয় কুমার দাস, স্নাতক শিক্ষার্থী, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সহকারী সম্পাদক
- সৈয়দ মনজুর মোর্শেদ, স্নাতকোত্তর শিক্ষার্থী, অণুজীববিজ্ঞান বিভাগ, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- মুবতাসিম ফুয়াদ, স্নাতক শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সামাজিক-মাধ্যম সঞ্চালক
- জান্নাতুল ফিজা, অণুজীববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর, কোকাকোলা বাংলাদেশে মাইক্রোবায়োলজিস্ট
- আশিক মাহমুদ, স্নাতকোত্তর শিক্ষার্থী, অণুজীববিজ্ঞান বিভাগ, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- মিঠুন পাল, স্নাতকোত্তর শিক্ষার্থী, অণুজীববিজ্ঞান বিভাগ, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- সুজয় কুমার দাস, স্নাতক শিক্ষার্থী, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- তানভীর রানা রাব্বী
- তাহসিন উৎস
যোগাযোগ
মেইল করুন: admin@bigganblog.org
আন্তর্জাতিক:
Arafat Rahman, Department of Botany and Plant Pathology, Oregon State University, Corvallis, OR, USA
বাংলাদেশ:
Ehteshamul Kabir Lotan, Anushandhithu Chokro Science Organization, 48/1 South Mugdapara, Dhaka