ইনসাইডার হলো বিজ্ঞান ব্লগের একটি সদস্য প্রোগ্রাম।
বিজ্ঞান ব্লগে প্রতি মাসে মোট চারটি বিশেষ প্রবন্ধ প্রকাশিত হবে। এ মুহুর্তে এগুলো লিখছেন আরাফাত রহমান ও সুজয় কুমার দাশ।
এই লেখাগুলো কেবল মাত্র লগইন করে পড়া যাবে।
ইনসাইডার সদস্য দুই ধরনের হতে পারবেন:
- সাধারণ সদস্য (বাৎসরিক সাবস্ক্রিপশন)
- আজীবন সদস্য (এককালিন পেমেন্ট)
বাৎসরিক ইনসাইডার সদস্যরা ১০০ টাকার মাধ্যমে এক বছরের জন্য সাবস্ক্রিপশন কিনতে পারবেন। বছর শেষে সাবস্ক্রিপশন নবায়ন করতে হবে। বছর শেষে নবায়ন না করলে ইনসাইডার বিভাগের আর্টিকেলগুলো আর পড়া যাবে না।
আজীবন ইনসাইডার সদস্যরা এককালীন ৫০০ টাকার মাধ্যমে যুক্ত হতে পারবেন। এই সদস্যতা কখনোই নবায়ন করতে হবে না। ইনসাইডার আর্টিকেলের একসেস থাকবে লাইফ-টাইম।
পেমেন্টের প্রথম সাত দিনের মধ্যে সদস্যতা বাতিল করা যাবে।
যদি আপনি বিজ্ঞান ব্লগের একজন ইনসাইডার হতে চান, তাহলে নিচের ফর্মটি পুরণ করুন। আপনাকে ইমেইলে বিকাশ/নগদ বা জেলে নাম্বার দেয়া হবে। টাকা পেমেন্ট সম্পন্ন হলে আপনার ইনসাইডার একাউন্ট খুলে দেয়া হবে।
উল্লেখ্য আমাদের নিয়মিত লেখক (যাদের অন্তত তিনটি লেখা প্রকাশিত হয়েছে বিজ্ঞান ব্লগে) ইনসাইডার লেখাগুলোর একসেস পাবেন, অর্থাৎ তাদের কোন পেমেন্টের প্রয়োজন নেই।