বিজ্ঞান নিয়ে আগ্রহ, ভালোবাসার জন্ম সেই ২০১৪ সালে। অভিজিৎ রায়ের হাত ধরে। তার "ভালোবাসা কারে কয়" বইটা এখনো আমার কাছে বাংলা ভাষায় লিখিত সবথেকে প্রিয় বিজ্ঞান বিষয়ক বই। আমি প্রজেশ দত্ত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে অধ্যয়নরত রয়েছি। প্রকৌশল নিয়ে পড়াশুনা করলেও আমার সবথেকে প্রিয় বিষয় বিবর্তন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান। এজন্য ২০১৯ এ লেখালেখিতে পদার্পনের পর যত প্রবন্ধ লিখেছি প্রায় সবগুলো এই ধারার। বর্তমানে বিজ্ঞানব্লগে লেখালেখি ছাড়াও ব্যাঙের ছাতার বিজ্ঞান গ্রুপের মডারেটর হিসেবে অবদান রাখছি।