আমি রাফিদ নাহিয়ান রুবাইয়াত, বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞানে স্নাতক পর্যায়ের লাস্ট সেমিস্টারে অধ্যায়নরত। অজানাকে জানার স্পৃহা থেকেই মূলত আমার লেখালেখির ভুবনে পা বাড়ানো। মূলত আমি ২০১৯ সাল হতে কবিতা ও সাইন্স ফিকশন লেখালেখি শুরু করি। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র, সেই সুবাদে বিজ্ঞানের মধ্যে যেই রোমাঞ্চকর ব্যাপার লুকিয়ে আছে তা প্রতিনিয়তই আমাকে নতুন কিছু আবিষ্কারের খোঁজে তাড়না জোগায়। খটোমটো বিজ্ঞানকে নিজ মাতৃভাষায় আরো সহজে ও মজার ছলে উপস্থাপনের মাধ্যমে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং বাংলায় বিজ্ঞান চর্চাকে কিভাবে জনপ্রিয়করণ করা যায়, মূলত সেই লক্ষ থেকেই আমার এই পথচলা।