এআই রোবট
এআই রোবট: মহাকাশ অভিযানে মানুষের বিকল্প?
মানবজাতি এক দুঃসাহসিক প্রাণী। পৃথিবীপৃষ্ঠে নিজেদের সফল আবির্ভাবের শুরু থেকে আজ অবধি অজানাকে জানার চেষ্টা করে যাচ্ছে তারা। প্রাগৈতিহাসিক কালে কখনো উদ্দাম সমুদ্র পেরিয়ে, কখনো নির্জন পাহাড় ডিঙিয়ে, কখনো আবার জলের অতলে হিংস্র প্রাণীদের মাঝে ডুব দিয়ে, আর এখন মহাশূন্যের পানে হাত বাড়িয়ে– দুরন্তপনায় কখনোই পিছিয়ে ছিলো না মানুষ। ১৯৬৯ সালে চন্দ্রপৃষ্ঠে মানুষের সফল অবতরণের পর…