প্রিবায়োটিক বংশগত বস্তুটি ছিল আরএনএ-ডিএনএ সংকর?

  • নিউক্লিক এসিড এর বিবর্তন-২

    প্রিয় স্যাপিয়েন্স সকলে, কেমন আছেন? নিউক্লিক এসিড এর বিবর্তন নিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আপনাদের বলছিলাম কি করে আরএনএ-ডিএনএ এর আগমন ঘটে। গত পর্বে বলেছিলাম আরএনএ বিশ্ব হাইপোথিসিস বলছে আরএনএ ই পৃথিবীর প্রথম বংশগত বস্তু। আরএনএ থেকেই ডিএনএ বিবর্তিত হয়। আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রথম ধাপ হচ্ছে আরএনএ থেকে ইউ-ডিএনএ (U-DNA) এর উদ্ভব। এবং এর…