স্যার আলফ্রেড রাসেল ওয়ালেস
প্রথম সমুদ্র জয়ী যারা
সূর্য ঢলে পড়েছে। একটু পরেই ডুবে যাবে। বাও আঙুল তুলে গোনা শুরু করলো। সে বাবার কাছে শিখেছে সূর্যাস্ত থেকে শুরু করে সম্পূর্ণ অন্ধকার নামার আগ অবধি সময় কীভাবে গুনতে হয়। চারদিকে শুনশান নীরবতা। শুধু সমুদ্র থেকে সৈকতে সশব্দে পানি আছড়ে পড়ার শব্দ। বাও গোনার ফাঁকে উত্তর আকাশে তাকায়। ধ্রুবতারা মিটমিট করছে। সেই ধ্রুবতারায় চোখ বুলিয়ে…