হোমো হাবিলিস
মানুষের যত পূর্বপুরুষ (পর্ব-১)
১৮৫৬ সাল। জার্মানির ডুসেলডর্ফের অদূরে নিয়ান্ডারথাল নামক স্থানে একদল শ্রমিক চুনাপাথর খননকার্যে ব্যস্ত। প্রচুর পরিশ্রম এই কাজে; তবে পারিশ্রমিকও ভালো। খনন করতে করতে একসময় তারা গুহার গভীরে পৌঁছে যায়। এখানটায় বেশ অন্ধকার। যদিও আলোর ব্যবস্থা রয়েছে; তবে তা অপর্যাপ্ত। হঠাৎ একসময় একজন শ্রমিক চিৎকার দিয়ে উঠে। গুহার ভেতর মাটি খোড়ার সময় হঠাৎই সে কিছু কঙ্কালের…