বেলুন রকেট


লিখেছেন

লেখাটি বিভাগে প্রকাশিত

প্রজেক্ট বানাতে কার না ভালো লাগে? আর সেই সব প্রজেক্ট যদি বানানো যায় হাতের কাছে থাকা জিনিষগুলো দিয়ে তাহলে তো কথাই নেই। তেমনি হাতের কাছে থাকা জিনিষ দিয়ে তৈরি করবো আমাদের আজকের প্রজেক্ট।

যা যা লাগবে:

  • বেলুন
    যা যা লাগবে
  • সুতা
  • ৬ সেমি. পাইপ
  • স্কসটেপ
  • কাঁচি

 

প্রজেক্টের বিবরন:

ধাপ: ১

 

১. প্রথমে বেলুনটি ফুলাতে হবে এবং হাত দিয়ে ধরে এর মুখ বন্ধ করতে হবে।

 

 

 

. এবার একটি লম্বা সুতায় পাইপটি ঢুকাতে হবে এবং সুতার শুরুর দিকটি আটকে দিতে হবে।

ধাপ: ২

তারপর তোমার বন্ধুকে বলো সুতার শেষ প্রান্তটি ধরে রাখতে।

 

 

 

ধাপ: ৩

 

৩. স্কসটেপ দিয়ে বেলুনটি পাইপের সাথে লাগিয়ে দাও। তারপর বেলুনটি ছেড়ে দাও। যখন বেলুনটি ছুঁটতে শুরু করবে তখন বেলুনটিকে রকেট মনে হবে।

 

 

বেলুন রকেট

তৈরি হয়ে গেল তোমার মজার বেলুন রকেট।

এই প্রজেক্ট নিয়ে ভিডিও দেখা যাবে এইখানে: Toys form Trash

সংগ্রহ: Toys form Trash

লেখাটি 863-বার পড়া হয়েছে।


নিজের ওয়েবসাইট তৈরি করতে চান? হোস্টিং ও ডোমেইন কেনার জন্য Hostinger ব্যবহার করুন ৭৫% পর্যন্ত ছাড়ে।

আলোচনা

Responses

  1. নিউটনের তৃতীয় সূত্র কত কষ্ট করেই না আমরা পড়তাম। অথচ এই ছোট একটা প্রজেক্ট দিয়ে সহজেই সূত্রগুলো বোঝা সম্ভব। বিজ্ঞানব্লগে প্রকল্প বিষয়ক লেখালেখির শুরু হলো আপনার হাত ধরে। … চালিয়ে যান, সাথে আছি।

    1. ধন্যবাদ @ আরাফাত রহমান
      শুধু আমি না, সবাইকে লিখতে হবে। তাইলেই আমরা আরো সহজ কিছু পাবো।

  2. Lekha ta sohojei bojha jai.Dhonnobad emn lekar jonno.Aro lekha chai..

    1. ধন্যবাদ @ iccebadi
      যেহেতু মানুষ তাই কথা দিতে পারছি না। তবে আমি চালিয়ে যেতে চাই।

  3. সুজন, খুব ভালো কাজ করেছো। নিয়মিত আশা করছি।
    অসাধারণ হয়েছে। তোমার কাজ+সোর্স দুটাই।

  4. Sujon darun hoyechhe. likha chaliye jao.

Leave a Reply

ই-মেইল নিউজলেটার

বিজ্ঞানের বিভিন্ন খবর সম্পর্কে আপডেট পেতে চান?

আমরা প্রতি মাসে ইমেইল নিউজলেটার পাঠাবো। পাক্ষিক ভিত্তিতে পাঠানো এই নিউজলেটারে বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর থাকবে। এছাড়া বিজ্ঞান ব্লগে কি কি লেখা আসলো, কি কি কর্মযজ্ঞ চলছে, সেটার খবরও থাকবে।







Loading