২৩ জুন, ২০১৩ পৃথিবীর খুব কাছাকাছি আসছে চাঁদ। উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়। ঐ সময় চাঁদ পৃথিবী হতে ৩,৫৬,৯৯১ কিলোমিটার বা ২,২১,৮২৪ মাইল দূরত্বে অবস্থান করবে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৪০২ কিলোমিটার। ২০১৪ সালের আগস্ট মাসের আগে চাঁদ পৃথিবীর এতো কাছে আর আসছে না। ২৩শে জুন, অনুভূ সময়ের কাছাকাছি সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একটি সরল রেখায় অবস্থান করবে, সেই জন্য তখনই পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। যেহেতু অনুভূ ও পূর্ণিমা প্রায় একই সময়ে সংঘঠিত হচ্ছে সেই জন্য এই চাঁদ গড় দৃশ্যমান চাঁদের চাইতে কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে। ঢাকা সময় রবিবার বিকেল ৫টা ৩২ মিনিটে চাঁদ অনুভূ অবস্থানে আসবে, তবে পূর্ণচন্দ্র বা পূর্ণিমার সর্বোচ্চ মূহুর্তটি ঘটবে বিকেল ৫টার দিকে। ২৩শে জুন চাঁদ ঢাকা সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উদিত হবে। অনেকেই ২৩ তারিখের চাঁদকে ‘সুপারমুন’ হিসেবে আখ্যায়িত করলেও গবেষকরা সাধারণত ‘সুপারমুন’ শব্দটি ব্যবহার করেননা। তাঁরা এটাকে বলেন অনুভূ পূর্ণচন্দ্র বা পেরিজি ফুলমুন। প্রতি বছরই কোন না কোন সময়ে অনুভূ ও পূর্ণচন্দ্র প্রায় একই সময়ে সংঘটিত হয়, তাই এটি একটি নিয়মিত ঘটনা। অনুভূ পূর্ণিমা অপুভূ (দূরবর্তী) পূর্ণিমার চাইতে আকারে ১৪% ও উজ্জ্বলতায় ৩০% বেশী হলেও খালি চোখে সেটা নির্ণয় করা কঠিন। তবুও ২৩-শে জুনের পূর্ণিমার উজ্জ্বল চাঁদ অবলোকনের মাধ্যমে আমরা পৃথিবীর সঙ্গে এই প্রাকৃতিক উপগ্রহটির সম্পর্ক জানতে আরো আগ্রহী হব। এঘটনায় পৃথিবীর উপর উল্লেখযোগ্য কোন প্রভাব পড়বেনা,তবে স্বাভাবিকের তুলনায় জোয়ারের মাত্রা বেশি হতে পারে। যারা টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন তাদেরকে ফিল্টার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। একস্পোজারের সময় ও অ্যাপারচার কমিয়ে চাঁদের ছবি তোলার জন্য এটি একটি ভাল সুযোগ। এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র কয়েকটি ক্যাম্পের আয়োজন করেছে। ঢাকার কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে শিশু একাডেমী প্রাঙ্গণে। ক্যাম্পে ৮ ইঞ্চি স্মিড-ক্যাসিগ্রেইন টেলিস্কোপ ও ৪ ইঞ্চি মাকসুতভ ক্যাসিগ্রেইন টেলিস্কোপ থাকবে। এছাড়া ও ঢাকার বাইরে টেলিস্কোপের মাধ্যমে অনুসন্ধিৎসু চক্র ও অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ও সিলেটে অনুসন্ধিৎসু চক্র সিলেট শাখা ৮৭ মজুমদারী অম্বরখানায় পৃথক ক্যাম্প আয়োজন করেছে। ক্যাম্পগুলো ২৩ জুন সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে।ক্যাম্পগুলো সবার জন্য উন্মুক্ত। এই বিষয়ে আরো জানতে হলে যোগাযোগ করা যাবে: অনুসন্ধিৎসু চক্র, ফোন:৭২৭৫৮৮৫,০১৮১৯৯২৬১৬০।ইমেইল: achokro@gmail.com; ফেসবুক:https://www.facebook.com/Anushandhitshuchokro
২৩ জুন পৃথিবীর নিকটবর্তী হচ্ছে চাঁদ
—
লিখেছেন
লেখাটি 104-বার পড়া হয়েছে।
নিজের ওয়েবসাইট তৈরি করতে চান? হোস্টিং ও ডোমেইন কেনার জন্য Hostinger ব্যবহার করুন ৭৫% পর্যন্ত ছাড়ে।
আলোচনা
ই-মেইল নিউজলেটার
বিজ্ঞানের বিভিন্ন খবর সম্পর্কে আপডেট পেতে চান?
আমরা প্রতি মাসে ইমেইল নিউজলেটার পাঠাবো। পাক্ষিক ভিত্তিতে পাঠানো এই নিউজলেটারে বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর থাকবে। এছাড়া বিজ্ঞান ব্লগে কি কি লেখা আসলো, কি কি কর্মযজ্ঞ চলছে, সেটার খবরও থাকবে।
Leave a Reply