জেনেটিকের আদ্যোপান্ত

লিখেছেন

লেখাটি বিভাগে প্রকাশিত

কখনো ভেবে দেখেছো কি তোমার চেহারা কেনো তোমার বাবা মায়ের সাথে মিলে? যমজ বাচ্চা দেখতে কতো কিউট ই না লাগে; যমজ হওয়ার পেছনে রহস্য টা কি? মানুষের ক্যান্সার হয় কেনো? কিছু কিছু মানুষের চুল লাল হয় কেনো? 
এই সব কিছুর পেছনে আছে জিনের প্রভাব। না, কোন জিন-ভুত না। ‘GENE’ হলো জীবন্ত প্রাণের বংশগতির আণবিক একক। আমাদের দেহ কোষ দিয়ে গঠিত। কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু ক্রোমোজোম, যা DNA দিয়ে গঠিত। এই DNA এর নির্দিষ্ট অংশ ই হলো GENE।

Picture
DNA এর নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সব বৈশিষ্ট নিয়ন্ত্রণ করে। মূলত এর কারণেই আমাদের বাহ্যিক রকমফের হয়। আর এর সম্পর্কিত বিষয়াদি হলো জেনেটিক্স।আর এই জেনেটিক্স সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন ‘গ্রেগর জোহান মেন্ডেল’। উপরের সব গুলো প্রশ্নের উত্তর দেয়া সম্ভব জেনেটিক্সের মাধ্যমে। 
এই ব্লগে আমরা জেনেটিক্স সম্পর্কিত মজার কয়েকটি প্রশ্নের উত্তর জানবো।◾আমাদের রক্তের গ্রুপ কেনো আলাদা?“যুদ্ধ অনেক, রক্ত এক” খুব প্রাচীন এক গ্রীক প্রবাদ। প্রবাদ টি সুন্দর হলেও আংশিক ভুল। আমরা মোটামুটি সবাই জানি রক্তের বিভিন্ন ভাগ আছে। সবচেয়ে পরিচিত ভাগ হলো ‘A, B, AB, O’ Blood Group System। আমাদের সবার রক্ত ই এই চারটি গ্রুপের কোন না কোন একটির অন্তর্ভুক্ত। 
আমাদের রক্তের গ্রুপ কি হবে তা নির্ভর করে আমাদের শরীরে কোন ধরণের এন্টিজেন আছে তার উপর। এন্টিজেন হলো একধরণের প্রোটিন যা লোহিত রক্তকণিকার বাইরে অবস্হান করে শ্বেত ও প্রতিরক্ষা কণিকার সাথে সংযোগ স্থাপন করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। আমাদের রক্তের লোহিত রক্ত কণিকা সর্বোচ্চ দুটি এন্টিজেন ধরতে পারে। যে এন্টিজেন থাকে, এন্টিবডি থাকে তার বিপরীত। A ব্লাড গ্রুপে এন্টিজেন থাকে , এন্টিবডি থাকে B। আবার, B ব্লাড গ্রুপে তার বিপরীত ঘটনা হয়। AB ব্লাড গ্রুপে A, B দুটো এন্টিজেন থাকলেও কোন এন্টিবডি নেই। O গ্রুপে কোন এন্টিজেন ই থাকে না। 
বংশানুক্রমিকভাবে আমাদের দেহে এক সেট জিন আসে আমাদের বাবা থেকে, অন্য সেট আসে আমাদের মা থেকে। আমাদের দেহে কোন ধরণের এন্টিজেন থাকবে তা নির্ভর করছে আমাদের বাবা মা থেকে কোন সেটের জিন আসছে তার উপর।
Picture
দুই সেট জিনের মধ্যে যেকোন একটি অন্যটির চেয়ে বেশি সক্রিয়। সক্রিয় জিন টি প্রকাশ পায়, অন্য জিন টি সুপ্ত অবস্থায় থাকে। যেমনঃ A এন্টিজেনের দুই সেট মিলে A ব্লাডগ্রুপ সৃষ্টি করবে, B এন্টিজেনের দুই সেট মিলে B ব্লাডগ্রুপ সৃষ্টি করবে, একটি A এন্টিজেন ও B একটি এন্টিজেন মিলে AB ব্লাডগ্রুপ সৃষ্টি করবে। ধারণা করা হয়, A ও B ব্লাডগ্রুপ এর মিউটেশনে O ব্লাডগ্রুপ সৃষ্টি হয়েছে। পৃথিবীর ভৌগলিক কারণে অঞ্চল ভেদেও মানুষের রক্তের গ্রুপ ভিন্ন হয়ে থাকে। এক থিওরি অনুযায়ী, A ব্লাড গ্রুপ এর সূচনা হয় ইউরোপে, B ব্লাড গ্রুপ এর সূচনা হয় এশিয়ায়, O ব্লাড গ্রুপ এর সূচনা হয় দক্ষিণ এমেরিকায় এবং মাইগ্রেশনের ফলে সব স্থানেই সব ধরণের রক্তের গ্রুপ পাওয়া যায়।
Picture

যমজ বাচ্চা কেন হয়?Fraternal Twin
সন্তান ছেলে বা মেয়ে হওয়াটা সম্পূর্ণ ভাবে পুরুষের উপর নির্ভর করলেও যমজ সন্তান হওয়াটা নির্ভর করে নারীর উপর। নারীর পরিবারে বা নিকট আত্মীয়ে যদি পূর্বে কোন যমজ থেকে থাকে, তবে জিনগত কারনে ৫০ বা তার বেশি শতাংশ সম্ভাবনা থাকে যে ঐ নারী ও যমজ সন্তান জন্ম দিবে। এ ধরণের যমজ হলো Fraternal Twin । দুটি ভিন্ন ডিম্বাণু নিষিক্তকরণে এদের জন্ম হয়।ঋতুচক্রে আকস্মিকভাবে মাতৃগর্ভে থাকা দুটি ডিম্বাণু আলাদা আলাদা দুটি শুক্রাণু নিষিক্ত হয়ে গেলে একই সাথে দুটি শিশুর জন্ম হতে পারে। যমজ হলেও এদের দেখতে এক রকম হয় না, এদের ব্লাড গ্রুপ এক রকম হতেও পারে আবার নাও হতে পারে। এইক্ষেত্রে দুটি সন্তান ই ছেলে বা দুটি ই মেয়ে কিংবা একটি ছেলে অন্যটি মেয়ে হতে পারে। এই ধরণের যমজ হওয়ার কারণ জেনেটিক্যাল।
Picture
Identical Twin
এধরণের যমজ বাচ্চাদের দেহারা একই রকম হয়। মাতৃগর্ভে থাকা নিষিক্ত ভ্রুণ মাঝে মাঝে কোন এক অজানা কারণে দুটি ভাগে ভাগ হয়ে যায়। এই দুটি ভ্রূণ থেকে যকজন দুটো বাচ্চা হয়, তারা দেখতে একই রকম হয়। কারণ তারা একই ভ্রূণ দুজনে মিলে শেয়ার করে। এ ধরণের যমজ হওয়ার প্রকৃত কারণ এখনো অজানা। বলা যায়, সৃষ্টিকর্তার আশীর্বাদ।
সাধারণত Identical Twin দের চেহারা, ব্লাড গ্রুপ, রোগ প্রতিরোধ ব্যবস্থা সব এক হলেও মাঝে মাঝে বৈচিত্র দেখা দেয়। এদের ডিএনএ একই ধরণের জিন বহন করলেও সব সময় দুইজনের দেহেই জিনগুলোর বৈশিষ্ট সমভাবে প্রকাশ পায় না। একটি জিন প্রকাশ পাবে কিনা তা নির্ধারণ করে দেয় জিনের বাইরে অবস্থান নেয়ে প্রোমোটার যা একটি সুইচের মতো কাজ করে। আর এই সুইচ কে অন করে কিছু সিগন্যাল (যেমনঃবাইরের পরিবেশ)। ধরা যাক, ছোট বেলায় দুই Identical Twin কে দুটি ভিন্ন দেশে নিয়ে যাওয়া হলো। দুটি ভিন্ন দেশের পরিবেশ দুটো ভিন্ন ধরণের সিগন্যাল দিবে, ফলে যমজ দুইজনে সামঞ্জস্য দেখা দিবে। বাংলাদেশে জন্ম নেয়া কোন শিশুকে যদি জাপানে নিয়ে সেখানে লালন পালন করা হয় তবে ঐ শিশুটির মধ্যে জাপানিজ বৈশিষ্ট ফুটে উঠবে, এমনকি তার চেহারা ও জাপানিজ মনে হবে।
Picture

আমাদের ডিএনএ কি সব সময়ই একই থাকে?আমাদের সকল বাহ্যিক ও অভ্যন্তরীন বৈশিষ্ট ডিএনএ এর ভেতর লেখা থাকে। আমাদের ডিএনএ কি পরিবর্তিত হয়? ‘না, আমাদের ডিএনএ সব সময় একই রকম না ও থাকতে পারে।
প্রতি মুহূর্তেই আমাদের দেহে কোষ বিভাজন হচ্ছে, অর্থাৎ একটি কোষ হতে দুটি কোষ , দুটি থেকে চারটি কোষ বিভাজিত হচ্ছে। এই কোষ বিভাজনের ফলে কোষের ডিএনএ গুলোও বিভাজিত হচ্ছে।অর্থাৎ একটি ডিএনএ হতে দুটি ডিএনএ, দুটি থেকে চারটি ডিএনএ বিভাজিত হচ্ছে। একে বলা হয়, ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ এর ভেতরে চার ধরণের লেটার (A, T, G, C) দিয়ে কোড লেখা থাকে। এই চারটি লেটার হলো চার ধরণের কেমিক্যাল। এই কেমিক্যাল গুলো দিয়েই আমাদের জিন সাজানো থাকে। মানবদেহে এই কেমিক্যালগুলো আছে ৩.২ বিলিয়ন বার। অর্থাৎ একবার ডিএনএ রেপ্লিকেশন করতে হলে ৩.২ বিলিয়ন কেমিক্যাল কে রেপ্লিকেট করতে হয়। কিন্তু এতে সমস্যা হলো, প্রতিবার রেপ্লিকেশনে কিছু ERROR/ ভুল হয়। এই ERROR কে বইয়ের ভাষায় বলে MUTATION। হিসাব করে দেখা গেলো, প্রতি ১০^৮ বার কেমিক্যাল রেপ্লিকেশনে একটি করে ভুল হয়। ৩.২ বিলিয়ন বার কেমিক্যাল রেপ্লিকেশনে মোট ভুল সংখ্যা হয় ৩০ এর কাছাকাছি। অর্থাৎ একবার ডিএনএ রেপ্লিকেশনে ভুল হয় ৩০ টির মতো। একটি কোষ থেকে যখন নতুন একটি কোষ সৃষ্টি হয় তখন ভুল সংখ্যা হয় ৩০, নতুন কোষ টি যখন আবার বিভাজিত হয় তখন আরো ৩০ টি ভুল করে, এভাবে প্রতিবার কোষ বিভাজনে ভুলের সংখ্যা বাড়তেই থাকে। ভুল করতে করতে যদি কোন গুরুত্বপূর্ণ একটি জিনের কোড পরিবর্তন হয়ে যায়, তখন আমাদের দেহে ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগ দেখা দেয়। সুতরাং, আমাদের ডিএনএ সব সময়ই একই থাকে না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ডিএনএ তে মিঊটেশন হয়
Genetic manipulation and DNA modification concept.

লেখাটি 492-বার পড়া হয়েছে।


নিজের ওয়েবসাইট তৈরি করতে চান? হোস্টিং ও ডোমেইন কেনার জন্য Hostinger ব্যবহার করুন ২০% ছাড়ে।

আলোচনা

Leave a Reply

ই-মেইল নিউজলেটার

নতুন লেখার খবরাখবর ছাড়াও বিজ্ঞানের বিভিন্ন খবর সম্পর্কে আপডেট পেতে চান?

আমরা প্রতি মাসে দুইটি ইমেইল নিউজলেটার পাঠাবো। পাক্ষিক ভিত্তিতে পাঠানো এই নিউজলেটারে নতুন লেখার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর থাকবে।







Loading