feature

  • সুপারনোভার গল্প

    কখনও আমার মন খারাপ হলে বাসার ছাদে গিয়ে বসি। সেখানে প্রিয় একটা জায়গা আছে, ওখানটায় বসলে মৃদু মন্দ বাতাসে মনটা ভাল হয়ে যায়। নির্বাক চেয়ে থাকি রাতের আকাশপানে। কি বিশাল একটা কালো রঙের চাদরে আমার আকাশটা মোড়ানো থাকে! চাদরটার গায়ে আবার ছোট ছোট চকমকে পুতি দিয়ে নকশা করা! ব্যাপারটা আমারই বোঝার ভূল, ওগুলো তো আসলে কোন…