হ্যাকেলের সেকেলে মতবাদ দিয়ে প্রজাতির বিবর্তনকে প্রশ্নবিদ্ধ করা যায়?

লেখাটি , , বিভাগে প্রকাশিত

আপনার হাতে সময় থাকলে চলুন, একটা ব্যাপার নিয়ে আলোচনা করি। ধরুন, আপনি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে একটা বই লিখতে চান। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে—পাঠকদের এটা দেখাতে হবে যে, এই বৈজ্ঞানিক তত্ত্বটির দীর্ঘ যাত্রাপথে বিজ্ঞানীরা পরমাণুর অভ্যন্তরের ক্ষুদ্র জগতটিকে কিভাবে দেখেছেন। আসবে থমসনের প্লাম-পুডিং মডেলের ইতিহাস, রাদারফোর্ড এর সোলার সিস্টেম এটম মডেল কিংবা বোরের এটম মডেলের ইতিহাস। এভাবেই এগুবে এই তত্ত্বটির ভিত্তিপ্রস্তর স্থাপনের ইতিহাস। 

এবার ধরুন, আমি রাদারফোর্ড এর ত্রুটিপূর্ণ পরমাণু মডেল দেখিয়ে পুরো কোয়ান্টাম তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে একটা বই লিখলাম। আপনি ব্যাপারটা কিভাবে নেবেন?

ঠিক এরকম কাজটাই করেছেন খ্রিস্টান মিশনারীদের মদদপুষ্ট,  ডিস্কোভারি ইনস্টিটিউট এর লেখক জোনাথন ওয়েলস। তার লেখা Icons of Evolution বইয়ের পুরোটা আলোচনায় এ প্রবন্ধে না গেলেও। আজকে কথা বলবো সেই বইটির “Haeckel’s embryo” নামের একটা চ্যাপ্টার নিয়ে। সেখানে হ্যাকেলের বায়োজেনিক ল’ বা পূণরাবৃত্তি মতবাদ (Recapitulation Theory) এর মতো একটি সনাতন একটি পদ্ধতি দিয়ে বিবর্তনের তত্ত্বের ভ্রূণতাত্ত্বিক প্রমাণকে তুড়ি মেরে উড়িয়ে দেয়ার হাস্যকর প্রচেষ্টা করেছেন খ্রিস্টান মিশনারীর মদদপুষ্ট এই লেখক। একই হাস্যকর চেষ্টায় শরীক হয়েছেন বাংলাদেশের একজন লেখক ও অনুবাদক, রাফান আহমেদ। তিনি ওয়েলসের বইটির বাংলা এডাপটেশন, “হোমো স্যাপিয়েন্স” প্রকাশ করেছেন ২০১৯ সালে। পুরো বইয়ের আলোচনা এক লেখায় সম্ভব না। আজকে আমাদের আলোচনা উক্ত বইটির “হ্যাকেলের ভন্ডামো” নামে একটা অধ্যায় নিয়ে। জোনাথন ওয়েলস এবং অনুবাদক রাফান আহমেদ পুরো একটা অধ্যায় খরচ করেছেন হ্যাকেলের একটা সনাতন মতবাদের খিল্লি করে। তাদের লেখায় উঠে এসেছে, পাঠ্যবইতে হ্যাকেলের মতবাদ পড়ানো নিয়ে উৎকন্ঠা, পাঠ্যবইতে বিবর্তনের আলোচনায় ভ্রূণতত্ত্বীয় প্রমাণ অংশে পুরোনো ছবি যুক্ত করায়ও অস্বাভাবিক রকম কালিক্ষয় করেছেন।

আমাদের এই আলোচনা যতোটা না এগুবে এ বই দুটির একটা নির্দিষ্ট অধ্যায়কে কেন্দ্র করে, তার চাইতেও বেশি গুরুত্ব দেয়া হবে বিবর্তন তত্ত্বে ভ্রূণতত্ত্বীয় সুস্পষ্ট প্রমাণাদিআনুষঙ্গিক বিষয়গুলির ওপর।

এবার এগুনো যাক।

হ্যাকেলের বক্তব্য কি ছিলো আসলে?

হ্যাকেলের এই মতবাদের সারকথা হচ্ছে, একটি জীবের ভ্রূণের পরিস্ফুটনকালে তার পূর্বপুরুষের ক্রমবিকাশের ঘটনাবলি পূণরাবৃত্ত হয়। এর ওপর ভিত্তি করে তিনি ছবিও এঁকেছিলেন। যেগুলি ১৯ শতকের নানান সীমাবদ্ধতায় ছিলো বেশ ত্রুটিপূর্ণ। 

কিন্তু, আদৌ কি বিবর্তন তত্ত্বের আলোচনায় আমাদের হ্যাকেলের রেখে যাওয়া এই বায়োজেনিক ল’ দিয়ে বিবর্তনতত্ত্বের  ভ্রূণতত্ত্বীয় প্রমাণ (Embryological Evidence) ব্যখ্যা করতে হবে?

উত্তর হচ্ছে, “না!”

ঠিক যেভাবে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে পরমাণুর গঠন ব্যখ্যা করার দরকার বোধ করি না, আমাদের হাতে এর চাইতেও শক্তিশালী তথ্য ও নিঁখুত ফলাফল আছে—এ ব্যাপারটাও ঠিক তেমনি।

বিবর্তন তত্ত্বের রূপরেখা এই ভ্রূণ পর্যায়েও কতোটা স্পষ্ট হয়, সে ব্যাপারে আমাদের কাছে আরও শক্ত প্রমাণ আছে। আছে শত শত গবেষণা।

একটু ঝেড়ে কাশি, আধুনিক প্রমাণ হ্যাকেলের রেখে যাওয়া এই ভ্রূণের আকৃতি নির্ভর নয়। বিবর্তন তত্ত্বের আলোচনা এখন আর দৃশ্যমান হিসবে-নিকেশে বসে নেই। বিবর্তনের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম হিসেব-নিকেশ লুকিয়ে আছে আমাদের কোষের ভেতর।  

ডেভেলপমেন্টাল আওয়ার গ্লাসের বা “বিকাশের বালিঘড়ি” অনুকল্পের ব্যাপারটা অনেকটা এরকম— মাছ, উভচর, সরিসৃপ, পাখি ও স্তন্যপায়ীর ভ্রূণ বিকাশের কখন কোন পর্যায়ে কি কি জিন এক্সপ্রেস হয় তার একটা ম্যাপ প্রতিষ্ঠা করে দেখা গেছে, এই ম্যাপ একটা বালিঘড়ির অনুরূপ গঠন অনুসরণ করে।

শুরুতে এবং শেষে ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন জিনের প্রকাশ ঘটলেও একটা নির্দিষ্ট পর্যায়ের সবার মধ্যেই একই জিনের প্রকাশ ঘটার এই ব্যাপারটি বালিঘড়ির(hourglass) অনুরূপ।

অনন্য ও সংরক্ষিত জিন

বিস্তারিত বলা যাক, আমাদের প্রায় সব প্রাণির দেহে দুই ধরণের জিন আছে। এক সেট জিন হচ্ছে আমাদের জন্য অনন্য জিন। অর্থাৎ, এই জিনগুলি কেবল একটা নির্দিষ্ট প্রজাতি বা তার নিকটাত্মীয়দের মাঝেই থাকে। এগুলি কেবল তাদের জন্যেই নির্ধারিত। 

আরেক প্রকার জিন সব প্রাণিতেই দেখা যাবে। তাকে বলে সংরক্ষিত জিন(conserved gene)। যেমন, হক্স জিন ক্লাস্টার (Hox gene cluster) কিংবা ডিস্টাল–লেস জিন (Distal–less gene) —এদেরকে আপনি তারা মাছ থেকে শুরু করে সরীসৃপ, পাখি থেকে মানুষ অবধি প্রায় সব প্রাণির মধ্যেই পাবেন। ডিস্টাল–লেস জিনটি সামুদ্রিক পোকামাকড় থেকে শুরু করে, পাখি এমনকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গঠনের জন্য দায়ী। 

সংরক্ষিত জিনের আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে, FoxP2 জিন।এই জিন প্রায় সকল স্তন্যপায়ীদের মধ্যে থাকে। জিনটি ২ হাজার টিরও বেশি নিউক্লিয়োটাইড অক্ষর দিয়ে তৈরি লম্বা একটি তন্তু। আজকের দিনের আণবিক জীববিজ্ঞান আর পরিসংখ্যানের মাধ্যমে এতোটা সূক্ষ্ম বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে যে, এই সংরক্ষিত জিনের কোড থেকে বলে দেয়া যায় একটা প্রজাতি আরেকটা প্রজাতির কতোটা নিকটাত্মীয়। এই FoxP2 জিনের সম্পূর্ণ ২ হাজার ৭৬ পরিমাণ অক্ষরের মধ্যে মানুষ আর শিম্পাঞ্জির পার্থক্য মাত্র ৯ টি অক্ষরে!এবার একটু দূরবর্তী কোনো প্রাণির জিন, যেমন ইঁদুরের জিনের সাথে পার্থক্য খুঁজে পাওয়া গেছে ১৩৯ টি নিউক্লিওটাইডে।

দেখা গেছে, প্রাণিদের ভ্রূণ বিকাশের শুরুতে এবং শেষে সেই জিনগুলোর প্রকাশ (expression) ঘটে, যেগুলি কেবল একটা নির্দিষ্ট প্রজাতির জন্যেই বিশেষায়িত ও অনন্য। আবার ভ্রূণ বিকাশের মাঝামাঝি এক জায়গায় খুব অল্প যে জিনগুলোর প্রকাশ ঘটে সেই জিনগুলি হচ্ছে সংরক্ষিত জিন। অর্থাৎ যে জিনগুলি প্রায় সব প্রাণিতেই আছে। ভ্রূণ বিকাশের মাঝামাঝি পর্যায়ে মানুষ থেকে শুরু করে অক্টোপাস সবারই একই ধরণের জিনগুলির এক্সপ্রেশন ঘটতে থাকে। 

ভ্রুণের বিকাশে মিল-অমিল

আবার, ভ্রূণ বিকাশের শেষ দিকে দেখা গেছে ভিন্ন ভিন্ন প্রজাতিতে তাদের জন্য নির্দিষ্ট অনন্য জিনগুলির প্রকাশ ঘটে। ব্যাপারটা এরকম

  1.  ভ্রূণ বিকাশের শুরুতে ভিন্ন ভিন্ন প্রজাতিতে ভিন্ন ভিন্ন জিনের প্রকাশ ঘটে।
  2. মাঝামাঝি একটা পর্যায়ে এসে প্রায় সব প্রাণির মধ্যে সাধারণ জিন তথা অল্প যেগুলি conserved gene আছে, তাদের প্রকাশ ঘটে। সবারই একই জিন প্রকাশ পায়।
  3. ভ্রূণ বিকাশের শেষদিকে আবারও ভিন্ন ভিন্ন প্রজাতিতে ভিন্ন ভিন্ন জিনের প্রকাশ ঘটতে থাকে।

এই যে প্রথম এবং শেষে ভিন্ন ভিন্ন প্রাণিতে ভিন্ন ভিন্ন জিনের প্রকাশ কিন্তু মাঝামাঝি একটা পর্যায়ে প্রায় সব প্রাণির ভ্রূণ বিকাশের রেখাটি একই বিন্দুতে এসে মিলে যায়, এই পুরো ব্যাপারটাকে বালিঘড়ি বা Hourglass এর মতো মনে হয়।

সব প্রাণিদের জিন প্রকাশের এই ম্যাপটি একটি আওয়ার গ্লাসের গঠন অনুসরণ করলো। ভ্রূণ বিকাশের মধ্যবর্তী অংশে সব প্রাণির জিন এক্সপ্রেশনের এই একাত্মতা কেবলই এক পূর্বপুরুষ থেকে আসার ফলে ঘটে।

(তথ্যসূত্র: Kalinka, A. T. et al. Gene expression divergence recapitulates the developmental hourglass model. Nature 468, 811–814 (2010). আর্টিকেলটি এখানে বিনামূল্যেও পাওয়া যাবে।)

এছাড়া, আলোচ্য ব্যাপারটাকে আরও একটা সুন্দর পন্থায় ব্যখ্যা করা যায়। প্রতিটা প্রাণি একটা সাধারণ পূর্ব পুরুষ থেকে আসায় তাদের জীবনের শুরুটা সবার ক্ষেত্রেই এক। প্রাণিদের জীবন শুরু হয় নিষিক্ত ডিম বা জাইগোট থেকে। সেটা বিভক্ত হয়ে দুটো কোষ হয়, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা। এভাবে একসময় সেটা গোল একটা বলের রূপ নেয়, সেটা হচ্ছে “মরুলা”। তারপর সেটা একসময় ফাঁপা বলের ন্যায় আকার ধারণ করে, যার নাম হয় তখন “ব্লাস্টুলা”। আপনি জানেন কি, এই পৃথিবীতে জীবিত প্রতিটা প্রাণিই জন্মের একসময় এই “ব্লাস্টুলা” পর্যায়ে থাকে? আপনার গায়ে বসা মশা হোক, কিংবা বিশালাকৃতির ডায়নোসর—সমুদ্রের তলদেশের তারা মাছ কিংবা আপনি, সবাই এ ধাপে একটা ফাঁপা বলের আকৃতিতেই ছিলো। 

তারপর সাইটোপ্লাজমের ভিন্নতায় একই রকম দেখতে এই ফাঁপা বল থেকে কেউ হয় হাইড্রা, কেউ পিঁপড়ে আবার কেউ হয় বিশালাকার ডায়নোসর। এই সাইটোপ্লাজমের ভিন্নতা এসেছে বিবর্তনের ফলেই। কোন প্রাণির সাইটোপ্লাজম কেমন হবে, সেটা বলে দেয় ডিএনএ। ঠিক এখানটাতেই বিবর্তনের সূক্ষ্ম হিসেব-নিকেশ পাওয়া যায়। ডিএনএ থেকেই বোঝা যায়, প্রতিটা প্রাণি এসেছি স্পঞ্জ জাতীয় প্রাণি থেকে। একেবারে আদিম পরিফেরা — তারা যে আমাদের আত্মীয় সেটা বোঝা যায় জিনের পার্থক্য ও মিলের তুলনা দেখে; আর এটা দেখে যে, আমাদের মতো তারাও জীবন শুরু করে ফাঁপা বলের মতো “ব্লাস্টুলা”থেকে।  (“সায়েন্সভেঞ্চার:৪৬০ কোটি বছরের ইতিহাস”, নাঈম হোসাইন ফারুকী; প্রান্ত প্রকাশন; পৃষ্ঠা:৯৭–৯৮)

খুব বেশি প্রাসঙ্গিক না, তাও ব্যাপারটা উল্লেখ করার প্রয়োজন বোধ করছি। স্তন্যপায়ী, সরীসৃপ ও পাখিরা যে আসলেই একই পূর্বপুরুষ থেকে এসেছে তার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে স্তন্যপায়ীদের জিনোমে থাকা ভিটেলোজেনিন জিন (vitellogenin gene/VIT gene) এর ভগ্নাংশ। যেটা পাখিদের কুসুম (yolk) তৈরি করার জিন। তাদের দেহে এই কুসুম সংরক্ষিত থাকে কুসুম থলিতে(yolk sac)।

কুসুম থলি হচ্ছে, ভ্রূণের মধ্যান্ত্রের সঙ্গে যুক্ত এবং এন্ডোডার্ম ও মেসোডার্ম গঠিত অপেক্ষাকৃত ছোট থলি আকৃতির তরলে পূর্ণ ঝিল্লি।  একটা শিশু পাখি বেড়ে ওঠার প্রয়োজনীয় পুষ্টি এই কুসুম থলি থেকেই আসে। আমাদের প্রজননে কুসুম উৎপন্ন হয় না। কিন্তু, গর্ভাবস্থার শুরুর দিকে কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও পাখি ও সরীসৃপদের মতো কুসুম থলি উৎপন্ন হয় কিন্তু এক পর্যায়ে সেটা বিলুপ্ত হয়ে যায়।

এই কুসুম থলির আচমকা উৎপত্তি হয়ে আবার বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ কি? তবে কি আমাদের দেহেও ভিটেলোজেনিন জিন আছে কোনোভাবে?

তাছাড়া এখানে আরেকটা প্রশ্ন জাগে, আমাদের কোনো পূর্ব পুরুষের প্রজনন ডিম দেয়ার মাধ্যমে হয়ে থাকলে আমাদের জিনোমেও ভিটেলোজেনিন জিন না থাকুক, এর ভগ্নাংশ হলেও থাকার কথা। আছে কি?

এ দুটো প্রশ্নেরই উত্তর মেলে ২০০৮ সালে।  বিশ্ববিখ্যাত সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের পরিচালনায় একটি গবেষণায় হিউম্যান জিনোমে সন্ধান মিললো ভিটেলোজেনিন জিন এর ভগ্নাংশ! শুধু তাই না, অন্যান্য পাখিদের জিনোমের সাথে তুলনা করে দেখা গেছে সেগুলির ভিটেলোজেনিন জিনের পাশে অন্যান্য প্রতিবেশী যে যে জিনগুলি আছে—মানুষেরও ঠিক সেই জিনগুলিই ভগ্ন ভিটেলোজেনিন জিনের পাশে আছে। এতোটুকুও পরিবর্তন নেই!

 বিবর্তনের লম্বা এই যাত্রাপথে ভিটেলোজেনিন জিন মানুষের দেহে কার্যকরীতা হারিয়ে ফেললেও তার প্রতিবেশী জিনগুলি অন্যান্য কাজে নিযুক্ত ও সচল অবস্থায় মানুষ, পাখি, স্তন্যপায়ী, সরিসৃপ সহ প্রায় সব মেরুদন্ডী প্রাণিদের জিনে একই হালে আছে (যেমন: ELTD1 gene, SSX2IP gene, CTBS gene)। সব প্রাণিতে এমন নিখুঁত মিল থাকার পেছনে একটাই কারণ। সেটা হচ্ছে, “সাধারণ পূর্বপুরুষ”।

(সূত্র:  Brawand, D. Wahli, W., &Kaessmann, H.(2008). Loss of egg yolk genes in mammals and the origin of lactation and placentation. PLoS Biology, 6(3), e63.) আরও…

বিবর্তনতত্ত্বে হ্যাকেল এখন কতটা প্রাসঙ্গিক?

এবার পূণরায় আসি হ্যাকেল ও ওয়েলস–রাফানের বইয়ের কথায়।

হ্যাকেলের ড্রয়িংগুলি হয়তো কিছু ক্ষেত্রে বেশ অতিরঞ্জিত ছিলো, কিন্তু তিনি ভ্রূণ বিকাশের মাঝে ঘটা এই ব্যাপারটার একটা দৃশ্যমান সাদৃশ্যতা দেখাতে চেয়েছিলেন। কিন্তু, আজকের দিনে আণবিক জীববিজ্ঞান আর পরিসংখ্যানের মাধ্যমে খুব সূক্ষ্ম বিশ্লেষণ সম্ভব হয়েছে। কিছু ক্ষেত্রে হ্যাকেল ঠিক থাকলেও তাঁর কাজ শত বছর আগেই সমসাময়িকদের দ্বারা প্রশ্নবিদ্ধ হয়ে এসেছিলো। সেই ১৯৭৭ সালে স্টিফেন জে. গোল্ড  ভ্রুণবিজ্ঞান এবং বিবর্তনের ইতিহাস নিয়ে লিখা Ontogeny and Phylogeny বইয়ে হ্যাকেলের মতবাদের কঠোর সমালোচনা করেন। বিবর্তনীয় জীববিজ্ঞানীরাই হ্যাকেলের কাজকে একসময় বিবর্তন তত্ত্বের আলোচনা থেকে সরিয়ে দেন। হ্যাকেলের মতবাদের ওপর দাঁড়িয়ে আজকের দিনে আর বিবর্তন তত্ত্বের আলোচনার যে কোনো দরকার পড়ে না তা এতোক্ষণে হয়তো বুঝতে পারেছেন আপনারা। 

তবে, হ্যাকেল কি এসব গালিগালাজ ও ভর্ৎসনার প্রাপ্য?

হ্যাকেলকে ঠিক যেভাবে তুড়ি মেরে উড়িয়ে দিলেন রাফান আহমেদ, ঠিক ততোটা অবজ্ঞার প্রাপ্য নন তিনি। কিংবা হ্যাকেলের কাজ “ভন্ডামো” ট্যাগ পাওয়ার মতো তেমন কোনো অপকর্মও ছিলো না। রাফান আহমেদ তার এই হোমো স্যাপিয়েন্স বইয়ের ৯৬ পৃষ্ঠায় যে মাইকেল রিচার্ডসনের ১৯৯৮ সালের মতামত নিয়ে গালিগালাজ করেন— সে মাইকেল রিচার্ডসনই  ১৯৯৮ সালেই SCIENCE এর ১৫ মে তে প্রকাশিত ২৮০ নং ভলিউমে Heackel, Embryos and Evolution নামক প্রবন্ধে হ্যাকেলের কাজ মূল ভিত্তিতে সঠিক ছিলো বলে স্বীকার করে বলেন, “…on a fundamental level Haeckel was correct.” 

এমনকি, এই মাইকেল রিচার্ডসন ২০০৭ সনে এসে এও স্বীকার করেন যে, হ্যাকেলকে নিয়ে করা সমালোচনার কিছু যুক্তিসঙ্গত হলেও সিংহভাগই ছিলো উদ্দেশ্য প্রণোদিত,

 ” Haeckel’s much-criticized embryo drawings are important as phylogenetic hypotheses, teaching aids, and evidence for evolution. While some criticisms of the drawings are legitimate, others are more tendentious…..Despite his obvious flaws, Haeckel can be seen as the father of a sequence-based phylogenetic embryology.”

(M. K. Richardson and G. Keuck, “Haeckel’s ABC of evolution and development”, Biol. Rev. (2007) 77, 495–528) 

রাফান আহমেদ ২০১৯ এ বসেও জানতেন না, হ্যাকেলের তীব্র সমালোচক রিচার্ডসন যে ২০০৭ সালে একটা নির্দিষ্ট পয়েন্টে হ্যাকেলকে মেনে নিয়েছিলেন। রাফান আহমেদের এই পুরোনো তথ্য চয়নের কারণ হচ্ছে, তিনি যে বইটাকে আশ্রয় করে বাংলায় তার বই বইটা লিখলেন, সেটা প্রকাশিতই হয়েছে ২০০২ এর জানুয়ারিতে। 

ইউনিভার্সিটি অব শিকাগোর মেডিসিনের অধ্যাপক রবার্ট জে. রিচার্ডস ২০০৮ সালে পিয়ার রিভিউড জার্নাল Biology and Philosophy–তে Haeckel’s Embryos: Fraud not proven শিরোনামে একটি পেপারে দেখান, হ্যাকেলের ত্রুটিগুলি ছিলো ১৯ শতকে তাঁর ব্যবহৃত পদ্ধতির সীমাবদ্ধতা—সেরকম জালিয়াতি নয়, যেটার অভিযোগ আনা হয়। (Richards, Robert J. (2009). “Haeckel’s embryos: fraud not proven”. Biology & Philosophy. 24: 147–154.)

দুঃখজনক ব্যাপার হচ্ছে, রাফান আহমেদরা হ্যাকেলের বিরুদ্ধে এতোকিছু লিখার পরও উপরের খবরগুলি তাদের পাঠকদের জানানো মতো সৎ হতে পারেন নি। 

যাইহোক, রাফান আহমেদ একই প্রবন্ধে (মূলত)গাজী আজমলের লেখা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের “জিনতত্ত্ব ও বিবর্তন” অধ্যায়ের “ভ্রূণতত্ত্বীয় প্রমাণ” অংশের সমালোচনা করে বলতে চেয়েছেন, পাঠ্যবইগুলো হ্যাকেলের বায়োজেনিক ল’ কে বিবর্তনের স্বপক্ষে প্রমাণ হিসেবে দাঁড় করিয়েছে। 

কিন্তু, একটা মতবাদের ব্যাপারে উল্লেখ থাকা মানেই যে সেটার বন্দনা করা হয় না, সেটা তিনি বুঝেন কিনা জানি না। আপনাদের জন্য বইয়ের সে পৃষ্ঠার ছবিখানি দিলাম। হ্যাকেলের মতবাদকেই ইভোলিউশনের ভ্রূণতাত্ত্বিক প্রমাণ বলা হয়েছে, এমনটা বইয়ের কোথাও দাবী করা হয়নি। একট মতবাদ হিসেবে কেবল আলোচ্য অংশের শেষদিকে উল্লেখ করা হয়েছে।

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ২য় পত্র,গাজী আজমল ও গাজী আসমত; সপ্তম সংস্করণ, সেপ্টেম্বর, ২০২০

হ্যাঁ, পাঠ্যবইয়ে পুরোনো ছবি ব্যবহার করা ঠিক হয় নি। কিংবা আলোচনাটা এতো সংক্ষিপ্ত না হয়ে আরেকটু দীর্ঘ হতে পারতো। অথবা, হ্যাকেলের মতবাদের সীমাবদ্ধতা নিয়ে এক লাইন লিখতে পারতো(যদিও প্রয়োজন ছিলো না)। 

কিন্তু, এটুকুর জন্য পুরো গালমন্দ ভর্তি একটা চ্যাপ্টার লেখার কোনো অর্থ নেই। 

আর, পাঠ্যবইয়ে ভুল ছবি ব্যবহার নিয়ে কিংবা হ্যাকেলের সনাতনী মতবাদ নিয়ে রাফানেরা এতোই যখন উদ্বিগ্ন ছিলেন, তবে হ্যাকেলকে গালমন্দের পেছনে হাজারখানেক বাক্য ব্যয় না করে কিছু বাক্যব্যয় সংরক্ষিত জিন আর ভ্রুণবিকাশের বালিঘড়ি আলোচনা না হয় করতেন। আবারও বলছি, লক্ষ করুন—যেখানে রাফানেরা পুরোনো ছবি ব্যবহার করায় ; স্রেফ হ্যাকেলের মতবাদের কথা উল্লেখ করায় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলতে পারলেন, এতো কালিক্ষয় করলেন, সেখানে আধুনিক আণবিক জীববিজ্ঞান গবেষণা বিবর্তন তত্ত্বের ভ্রূণতাত্ত্বিক প্রমাণকে কতো শক্তপোক্ত করেছে, সেটুকু কেন লিখেন নি? 

রাফান আহমেদ, আপনাদের উদ্বিগ্নতা আসলে কোনদিকে? পাঠ্যবইয়ে ভুল ছবি ব্যবহারের দিকে নাকি মানুষকে হ্যাকেলের ১০০ বছর আগের সনাতনী মতবাদের গপ্পো শুনিয়ে এটা বোঝানোর চেষ্টা কর যে, বিবর্তনের ভ্রুণতাত্ত্বিক  প্রমাণের জায়গাটা নড়বড়ে?

সূক্ষ্ম চাল বৈকি!

নিজেদের এই একচোখা বইগুলিকে পক্ষপাতহীন বিজ্ঞানের বই দাবি করাটা যে হাস্যকর ব্যাপার, তা কি টের পান?

এ বিভ্রান্তিকর বইটির ছবির ওপর ‘ক্রস’ থাকার কারণ হলো, বইটার পরতে পরতে— প্রতিটা অধ্যায়েই চরম পক্ষপাতদুষ্ট সব কথাবার্তা লিখে রাখা হয়েছে। একটু একটু করে পুরো বইটার সাথেই পরিচয় করিয়ে দেয়া হবে। এমনভাবে পরিচয় করানো হবে, যেন ভবিষ্যতে কেউ বাজারের রঙচঙে এসব বইকে বিবর্তন তত্ত্বের মতো একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্বের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে।

লেখাটি 410-বার পড়া হয়েছে।


নিজের ওয়েবসাইট তৈরি করতে চান? হোস্টিং ও ডোমেইন কেনার জন্য Hostinger ব্যবহার করুন ৭৫% পর্যন্ত ছাড়ে।

আলোচনা

Responses

  1. Dr. Amit Mondal Avatar
    Dr. Amit Mondal

    বুঝলাম না, এতো রাফান রাফান করার কি দরকার। রাফান আহমেদ তো নিজে মাথা খাটিয়ে এই সব খুঁজে বের করে কথাগুলো লেখে নি। লিখেছে ঐ Creationist বা Intelligent Design প্রবক্তাদের কথা চুরি করে। এমন ভাব যেন সে নিজেই এই সব আবিষ্কার করেছে। একটু ঘাঁটলেই বুঝতে পারবেন যে reference গুলো দেওয়া সেগুলর একটাও পড়েও দেখে নি। কোনদিন সরাসরি প্রশ্ন করে দেখবেন, উত্তর দিতে পারবে না। তাই রাফান কে সমীকরণ থেকে বাদ রাখাই ভালো। বরং ID র যে বইগুলো আছে, সেই গুলো থেকে দেখুন। বক্তব্যটা বুঝতে পারবেন ভালভাবে, সত্যিই তারা কি বলতে চাইছে।

    একটা উদাহরন দিই। যেমন Darwin’s Doubt বইটাতে দেখবেন স্পষ্ট লেখা আছে, বিবর্তন যে হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কিভাবে হয়েছে সেই বিষয়ে তাদের সন্দেহ। তারা বলছে, natural selection নয়, বরং God এইভাবে design করছে। মানে হোল, God দম দিয়ে ছেড়ে দিয়েছে, আর প্রাণীরা evolve হচ্ছে।

  2. মাহাথির আহমেদ তুষার Avatar
    মাহাথির আহমেদ তুষার

    রাফান আহমেদরা তাদের গুরুদের অনুসরণ করে বিবর্তনকে স্বীকার করে ফেললেই পারে! ইভোলিউশন গড করালেন নাকি কে করালেন, সেটা নাহয় পড়ে দেখা গেলো। তাও অন্তত এসব অপবিজ্ঞানের বই আসা বন্ধ হতো।

Leave a Reply

ই-মেইল নিউজলেটার

বিজ্ঞানের বিভিন্ন খবর সম্পর্কে আপডেট পেতে চান?

আমরা প্রতি মাসে ইমেইল নিউজলেটার পাঠাবো। পাক্ষিক ভিত্তিতে পাঠানো এই নিউজলেটারে বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর থাকবে। এছাড়া বিজ্ঞান ব্লগে কি কি লেখা আসলো, কি কি কর্মযজ্ঞ চলছে, সেটার খবরও থাকবে।







Loading