সহজ বিজ্ঞান-এসো নিজে করি ২: কিভাবে নিজের ডিএনএ পৃথক করবেন?


লিখেছেন

লেখাটি বিভাগে প্রকাশিত

(এই শিরোনামে জীববিজ্ঞানের কিছু সহজ পরীক্ষা যেগুলো আমাদের দেশের সাধারন পরীক্ষাগারেই করতে পারি তার প্রক্রিয়াগুলি তুলে ধরছি।)

খুবই সহজ। নিজের বাসায় বসেই করতে পারেন বা ছোটখাটো স্কুল গবেষণাগার হলে তো কথাই নাই। দেখা যাক কিভাবে।

যা যা লাগবে:

১। আপনার থুথু

২। গ্লাস বা যেকোন কাঁচের পাত্র

৩। খাবার লবণ

৪। বাসন ধোয়ার তরল ডিটারজেন্ট

৫। জাম্বুরার রস

৬। এলকোহল (এথানল বা এন্টিসেপ্টিক এলকোহল দিয়ে কাজ হবে)

Human DNA Extraction | DIY Crime Scene Investigator Activities | Whodunit?  - YouTube

কিভাবে করবেন:

১। গ্লাসে থুথু নিন। ৩/৪ বার থুথু দিলেই হবে।

২। এক চিমটি লবণ দিয়ে দিন আর অল্প নাড়াচাড়া করুন যেন লবন মিশে থুথু তে।

৩। এরপর তার মধ্যে একটা ছোট ড্রপ ডিটারজেন্ট দিন এবং আলতো করে মেশান কিছু দিয়ে।

৪। এরপর গ্লাসটিতে এক ড্রপ জাম্বুরা রস দিন এবং আবার নাড়ান।

৫। শেষটাতে এক ড্রপ এলকোহল দিয়ে নাড়িয়ে নিন।

৬। উপরে যেই ভাসমান সাদা আঠালো জিনিসটা দেখতে পাবেন সেটাই আপনার ডিএনএ।

হয়ে গেল ডিএনএ পিউরিফিকেশান।

বাড়তি তথ্যঃ

-এইটা আরও ভাল হয় যদি একটু লবনের দ্রবণ তৈরি করে সেটা মুখে নিয়ে ভাল করে কুলি করে একটা গ্লাস এ নেয়া যায়।

-মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়াও থাকে। সেজন্য যেই ডিএনএ টা দেখবেন সেখানে আসলে কিছু ব্যাকটেরিয়ার ডিএনএও থাকে।

কিভাবে কাজ করে:

এখন এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা একটু ব্যাখ্যা করি। আমরা জানি আমাদের থুথুতে গালের কোষ থাকে। কোষের ভেতরে নিউক্লিয়াসে থাকে ডিএনএ। এখন ডিএনএ কে বের করতে হলে কোষটাকে ভেঙে ফেলতে হবে। সেই কাজটি করে ডিটারজেন্ট।

এবার ডিএনএ যখন কোষ থেকে বের হয়ে আসে তখন অনেকগুলো প্রোটিনও বের হয়ে আসে যা ডিএনএ কে ভেঙে ফেলতে পারে। কোষের ভিতর প্রোটিনগুলো থেকে ডিএনএ অণুগুলি পৃথক থাকে বলে ডিএনএ’র কোন ক্ষতি হয়না। কিন্তু কোষ ভেঙে ফেলার পরে সবকিছু এখন একটা দ্রবণে চলে এসেছে। সেইজন্য জাম্বুরার রস দেয়া হয়। জাম্বুরা রসে আছে এমন কিছু উপাদান যা ‘ডিএনএর সাথে বন্ধন তৈরি করে বা তাকে ভেঙে ফেলে’ এমন প্রোটিন কে নিষ্ক্রিয় করে দেয়।

সবশেষে, লবণ এবং এলকোহল দ্রবণ থেকে ডিএনএ কে পৃথক করে ফেলে।

এই ডিএনএ দিয়ে কেউ অন্য পরীক্ষা করতে চাইলে একটা কাঠি দিয়ে সাদা আঁঠালো অংশটুকু তুলে সেটা দিয়ে কাজ করতে পারেন।

লেখাটি 611-বার পড়া হয়েছে।


নিজের ওয়েবসাইট তৈরি করতে চান? হোস্টিং ও ডোমেইন কেনার জন্য Hostinger ব্যবহার করুন ৭৫% পর্যন্ত ছাড়ে।

আলোচনা

Responses

  1. চমৎকার এক্সপেরিমেন্ট! থুথুর বদলে চামচ দিয়ে গালের কোষ চেঁছে নিয়েও বোধহয় ডিএনএ পৃথক করা যাবে, কী বলেন!

    1. খান ওসমান Avatar
      খান ওসমান

      অবশ্যই। কিন্তু তখন একটু পানি নেড়ে দিয়ে কোষগুলিকে দ্রবণে নিয়ে আসতে হবে।

  2. দারুণ ও মজার +

  3. mahamuda Avatar
    mahamuda

    ata ki labur ros + one time plastic glass use kore kora jabe?

    1. খান ওসমান Avatar
      খান ওসমান

      প্লাস্টিক ব্যবহার করা যাবে বলেই মনে করি। এমন কোন উপাদান দেয়া হচ্ছেনা এখানে যা প্লাস্টিক এর সাথে বিক্রিয়া করবে। অবশ্যই ট্রাই করে দেখেন।

  4. masum billag Avatar
    masum billag

    খুবই মজার

  5. Ashraful Alam Avatar
    Ashraful Alam

    জাম্বুরার রসের বদলে অন্যকিছু ব্যাবহার করা যাবে না?

Leave a Reply

ই-মেইল নিউজলেটার

বিজ্ঞানের বিভিন্ন খবর সম্পর্কে আপডেট পেতে চান?

আমরা প্রতি মাসে ইমেইল নিউজলেটার পাঠাবো। পাক্ষিক ভিত্তিতে পাঠানো এই নিউজলেটারে বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর থাকবে। এছাড়া বিজ্ঞান ব্লগে কি কি লেখা আসলো, কি কি কর্মযজ্ঞ চলছে, সেটার খবরও থাকবে।







Loading